মাতৃর সুখ -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼ ভূমিষ্ঠ হইয়া আমি, উঠেছিনু দুঃখে। শান্ত করিল মায়ে, নিয়া তাহার বুকে। ঝরে মায়ের চোখ, তবু্ও হাসে মুখ। ভুলে মা শত দুঃখ, বারবার মোরে দেখে। বুঝিনি কী আধার? হৃদয় হরণ করতো তারে। লোহা চুম্বকের সম্পর্ক, আমার আত্ম চিৎকারে। মোর আধো কথনে, মা দেখত অবাক নয়নে। দন্তহীন হাসিতে, কেড়েছিনু মায়ের […]