ঈদ ফিরে আসুক -মীর সেকান্দার আলী খোকা ♥♥♥♥♥♥♥♥♥ ঈদ এসেছে ঈদ, নিরব রোদনে খুশির ভঙ্গিতে হাসে কৃষক। চোখের কোনে জল উছলায়, মগডালে খোঁজে চাঁদ, খোঁজ মেলে না,মলিন শশী,অশ্রু ঝরে কৃষকের আঙিনায়। নিথর হাঁসি, মিশে আছে মরু-মরীচিকার মত খরা-বন্যায়, হাটে, ফসলের অনেজ্য পুঁজিবাজারে। হরতাল জাগে, অবরোধ জাগে, জাগে মিছিল পথে, বাজার বৈষম্যে ক্ষুধা মেটে না জাগে […]