হেমন্তের গ্রাম -মোহাম্মদ নাসির উদ্দিন ∼∼∼∼∼∼∼∼∼∼∼ সোনালী ধানের সমারোহ মাঠে মুঠোফোনে দেখ ছবি, যাবিরে বন্ধু আমাদের গাঁয়ে দেখিতে সোনার রবি। সোনা ঝরা ধান কৃষকের গান রাখালী বাঁশির সুর, কাঁদা মাখা গায়ে ছোট মাছ লয়ে ছেলেরা ফিরিছে দোর। কৃষাণী ব্যস্ত উঠোন সাজাতে গোলা মেরামতে চাষা, গাছের ছায়ায় শীতাতপ বায় ঝিয়ারী খেলিছে পাশা। শালিক, চড়ুই, বাবুই পাখির […]