তব হাতের ছোঁয়া -সিরাজুল ইসলাম মোল্লা ∼∼∼∼∼∼∼∼∼∼ বিমুর্ত চোখ সুদুরে তাকিয়ে কল্পলোকে, আজও দাঁড়িয়ে বাতায়ন স্বপন আঁকে। মম স্মৃতির এলবামে তব হাতের ছোঁয়া, জাগোয় শক্তি আজও ওপারে যাওযা। কে বলে তুমি নেই, তুমি আছো অন্তরে, আজও কথা বলো সেদিনের মত করে। টিং টং শব্দ হতেই দরজা খুলতেই মাত, অপলক নয়ন মোহিত মন চাঁদের সাথ। এখনও […]