প্রণমী তব চরণে -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈ প্রণিপাত করি তব চরণে মোরা। মূর্খ অশিক্ষিত দেশবাসী তব ১৩৫ তম জন্মদিনে ফুল মালায় সাজাই তোমায় রূপে নব নব। শিশুদের কথা ভেবে তুমি লিখেছিলে বহু রকমের ছড়া আবোল তাবোল হুঁকোমুখো হ্যাংলা, কুমড়োপটাস, হাঁসজারু মনেপড়ে শিশুকালে হয় সব গন্ডগোল। তুমি একাধারে শিশু সাহিত্যক, কবি ছড়াকার, নাট্যকার, সম্পাদক আমাদের শৈশব […]