নিশি রাতে -কাজী সেলিনা মমতাজ শেলী ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ নিশি রাতে, মৃদু বাতাসে ঢেউ খেলেনি দীঘির ওই জল, চাঁদের সাথে হাসে এ নীরব বাতাসে এক রাশ শতদল। ভালো লাগা পঙক্তি মালা, তুমি কেন উদাস হলে? শূন্য তরি ভিড়লো না আর, নিশি কালো এ জলে। হঠাৎ চমকে ওঠে বাতাস, স্বপ্ন ভাঙার শব্দে নিশিথে, নিদ্রাহীন তমিস্র তবু কোন সুর […]