রেল যাত্রাতে -মীর সেকান্দার আলী খোকা ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ ঝিরি ঝিরি বৃষ্টি, অপেক্ষমান যাত্রী, সবে মাত্র লৌহপথগামীনি স্টেশানে দাঁড়ালো। উপচে পড়া ভিড়ে অন্য যাত্রীদের সাথে আমিও খুঁজছি টিকিটে নির্ধারিত কক্ষ- আসন। হাওয়াই যানে কখনও চাপা হয়নি, তবে ইচ্ছের শেষ নেই ইচ্ছেগুলো ফলাতে মনে মনে দৌড় দেয় একাত্তরের ঘাটে। এ’টা বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, উর্বর উদার বক্ষচিরে জন্মেছি আমরা […]