পরিপূর্ণ মর্যাদায় -মীর সেকান্দার আলী খোকা ≈≈≈≈≈≈≈≈≈≈ চোরেরা ঘরে ফিরবে না,শূন্য হাতে নয় কিছু একটা নিয়ে ফিরতে হবে ঘরে। সংসার টানাপূরাণ উঠান, দেউলিয়া হেঁসেল ঘর কাঁদছে বটি, উনুনে বিড়াল। বহুদিন কেটেছে সময় অপেক্ষার প্রহর তার শেষ হয়েছে, এখনি সময় ফসল নিতে হবে ঘরে। বাতাসে সংমিশ্রণ গন্ধ আসে চাউল ভেজে কে যেন খায়, অনাহারে ফুটপাত। ইতিহাস […]