পৌষের শীত -তনুশ্রী বসু(পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ শীতে ছট ফট, করছে সকলে, কনকনে ঠান্ডায়, স্নানের সময় ভয় পাচ্ছে, জল ঢালতে মাথায়, চায়ের কাপে চুমুক দিতে, সারাদিন মন চায়, লেপ মুড়ি দিয়ে, শুয়ে থাকি, কি দারুন মজায়। শীতের বুড়ি, আর কতদিন থাকবে, এ অবস্থায়, দীন দুঃখী দরিদ্র মানুষ, বড়ই কষ্টে দিন কাটায়, টালির অথবা খড়ের চাল, মাটির দেয়াল […]