কবিতার পাতা ডট কম January 29, 2023

বাঁশখালী -পলাশ বরণ দাশ ≈≈≈≈≈≈≈≈≈≈ বাঁশখালী বনভূমির বাঁকে সুমধুর রবে কোকিল ডাকে, এমন সুন্দর বিকাল বেলায় হৃদয় বারে বারে উতলায়। পাখিরা ফিরে আপন নীড়ে প্রকৃতি রয়েছে আমারে ঘিরে, চারদিকে ফুটেছে বনফুল গন্ধে মন করে আকুল। ইচ্ছে করে সেই ফুল তুলে পরায়ে দিতাম প্রিয়ার চুলে। ফুটত মধুর হাসি রাঙা অধরে আসি, দু’হাত বাড়িয়ে সোহাগ সনে নিতো […]

কবিতার পাতা ডট কম January 29, 2023

শত বর্ষ পরে -সিরাজুল ইসলাম মোল্লা ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ শামসুর নজরুল রবীন্দ্রনাথ উত্তরসূরী আমি, কহিব কথা পাঠকে আজ হতে শত বর্ষ পরে। মুছে যাক বা না যাক ধরণীর বেনামি প্রণামী, শুনাব আমি প্রিয় কবিতা প্রতিটি পংতি ধরে। আজ যদি কেহ বুঝে থাকে আমার ই কবিতা, নিশ্চয় শত বর্ষ পরে বুঝে নিবে অব্যক্ত ব্যথা। চেতনায় জানিয়ে দিলাম অন্তঃশুভেচ্ছা […]

কবিতার পাতা ডট কম January 27, 2023

সত্যের সন্ধানে -রবীন্দ্রনাথ হালদার ≈≈≈≈≈≈≈≈≈≈ জীবনের একসময় ছিলাম বাচ্চা, সবাই বলতো বাচ্চাটাকে দেখতে খুবই আচ্ছা। বলতো তারা ঠিক যেন দেবশিশু, নাম ধরে ডাকলে বলতো বিশু। আরও একটু বড় হওয়ার পরে বলতো খোকা, দুর থেকে আমাকে দেখে অনেকেই মেয়ে ভেবে খেত কিন্তু ধোঁকা। তারপর হলাম সকলের আদরের ছোটো ভাই, আদর পেয়ে এর কোল থেকে ওর কোলে […]

কবিতার পাতা ডট কম January 27, 2023

মন কাকে খুঁজো তুমি? -মাধবী ঘোষ ♥♥♥♥♥♥♥♥♥♥♥ চোখ, তুমি খুঁজে বেড়াও কা’কে? যাকে খোঁজো, সে তো তোমার সামনেই আছে দাঁড়িয়ে। মন, তুমি চাইছো কা’কে ? যাকে চাইছো,সে তো বসে আছে তোমারই মনের মাঝে। উদাস বাউল বাতাস আজ বলছে ফিসফিসিয়ে, বলছে কানে কানে, ভালোবাসো যাকে, তাকে ধরে রাখো বুকের মাঝে৷ লজ্জার আবরণে ঢেকে আছে ঠোঁট দুটি […]

কবিতার পাতা ডট কম January 27, 2023

বাঁচাও আমায় প্রভু -ইন্দিরা দত্ত ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ বিনিসুতোর মালা গেঁথে পাঠালে এই ভবে, তোমার দেয়া কর্মগুলো করতে এখন হবে। এ কোন খেলা খেলছো প্রভু তুমি শুধু জানো! সামনে যেতে চাই যে আমি তুমি পিছন টানো। কেন এলাম ধরায় আমি বুঝি নাকো প্রভু, হিংসা বিদ্বেষ মনে যেন আসে নাকো কভু। তোমার খেলা তুমিই বোঝো আমি শুধু চলি, […]

কবিতার পাতা ডট কম January 27, 2023

নীলিমায় -কাজী সেলিনা মমতাজ শেলী ∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞ আকাশ বলে, হয়েছিলাম শরৎ রাত্রি চাঁদের সাথি, আঁধার মঞ্জিলে, স্মৃতিরা ঘুমায় রাতের ছায়াবীথি। অধিক সুখ নয়,শান্তিতে এ জীবন হতে পারে পরিতৃপ্ত, বিচিত্র জীবন সেখানে আসতে পারে নব আলোর দীপ্ত। অধিক সুখের সন্ধান নয় শান্তিতে ভরুক রাত্রি দিন, মুক্তির অমৃত তরঙ্গে, সে-ই শান্তি হোক চির রঙিন। ছায়াচ্ছন্ন সন্ধ্যার আকাশে আজ […]

কবিতার পাতা ডট কম January 27, 2023

হিসাব -অনিল কুমার পাল ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ জীবনপঞ্জি থেকে হারিয়ে গেল একটি বর্ষ, রাত পোহালে আসবে নতুন বছর দিচ্ছে উঁকি। জীবন যুদ্ধে প্রাপ্তি, অপ্রাপ্তির হিসাব রয়ে গেল বর্ষের মাঝে। বাৎসরিক হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত ব্যাংকাররা লাভ লোকসান হলো কি যে। দিবানিশি হিসাব করছি মোরা কোনটার পাল্লা ভারী, লাভ অথবা লোকসান নয়তো কারি কারি কিংবা প্রাপ্তি, অপ্রাপ্তি। জ্যোতিষী […]

কবিতার পাতা ডট কম January 27, 2023

শীত কথা -মানস দেব ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ শীত আসতে না আসতেই রোদ্দুরটা গা ছেড়ে দেয় অলস মধ্যাহ্নে । চোখ- মুখ শুকিয়ে যায় । গায়ে ফাটা – ফাটা দাগগুলো স্ফটিক হয়ে ওঠে ! মানুষ ও প্রকৃতির অভিন্ন । দু-একটি করে পাতা ঝরে যায়। বুঝিয়ে দেয় এই সময় কত মৃত । সামান্য আলগোছে বয়ে চলা বাতাসখানি অস্থি -মজ্জার রস […]

কবিতার পাতা ডট কম January 23, 2023

পায়েসের কেচ্ছা -আবুল হাসমত আলী ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ কি ভীষণ স্বাদ লোকে বলে, এর এক চামচ মুখে দিলে, সত্যিই হৃদয় ভরে; নকশা করা প্লেটটি ভরা, এ জিনিস ভাই নজর কাড়া, ছেলে বুড়ার তরে। গরিব লোক আর বড়লোক ভাই, সবাই লোভের সাথে তাকায়, যখন আসে প্লেটটি; দুধ আর নারকেল বাদাম পেস্তা, কিসমিস কিংবা অন্য মসলা, সবই থাকে খাঁটি। […]

কবিতার পাতা ডট কম January 23, 2023

ফিরে এলাম -মাধবী ঘোষ ≡≡≡≡≡≡≡≡≡≡≡ অবশেষে ফিরে এলাম , ফিরে এলাম নিজের কাছে নিজে। এ এক অন্যরকম ফিরে আসা.. এমন ভাবে হয়তো কেউ, ফিরতে চাইবে না। নিজের সঙ্গে অনেক লড়াই করে, অবশেষে ফিরে এলাম নিজের কাছে। আজ তোমার মনের দুয়ার হতে ফিরে এলাম, অবহেলায় অনেকদিন পরে থাকলাম। আজ সব টুকু আবেগ, মুছে দিয়ে ফিরে এলাম। […]

Popup Builder Wordpress