বাংলা আমার মা -শ্রী স্বপন কুমার দাস ≈≈≈≈≈≈≈≈≈≈ বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার মা, বাংলার মাটির ভালোবাসা কোথাও পাই না। বাংলা আমার গর্বের ভাষা মায়ের মুখে শোনা, মিষ্টি মধুর ভাষার পাশে তুচ্ছ সোনা দানা। রবীন্দ্রনাথ নজরুল সাথে কবি জীবনানন্দ, বঙ্গ সন্তান পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ। বিনয় বাদল দীনেশ ক্ষুদি সুভাষ চন্দ্র মান্য, বঙ্গ জননীর […]