শীত সকালের পাখি ও স্বপ্ন -সুজিত ঘোষ ≈≈≈≈≈≈≈≈≈≈≈ শীতের ভোরে ঘুম ভাঙে রূপালি কুয়াশার আড়ালে, পাখিরা জেগে ওঠে ডানার তালে তালে। সূর্য ওঠার আগেই তারা গায় মৃদু প্রভাতের গান, প্রতি ডাকে ভরে যায় গ্রাম, আকাশ, মাঠের ধান। ঘাসের শিশির ঝলমল করে হালকা শীতল বাতাসে, পাখিরা বলে—“জাগো, পৃথিবী নতুন করে হাসে।” নীল আকাশে খেলে সোনালি আলো, […]