সার কথা -শ্রী স্বপন কুমার দাস ≅≅≅≅≅≅≅≅≅ লম্বা চওড়া মিথ্যা ভাষণ চলছে দুনিয়া জুড়ে, নিজের মতন করে চয়ন ফুলের মালাটি পরে। করতালি আর হৈ হুল্লোড়ে আসর করছে মাত, অঝোর বৃষ্টি চড়া রোদ্দুরে মিথ্যাচারে বাজিমাত। মধু চন্দন মধুর বচন মুক্তোঝরা হাসি মুখ, শীততাপ নিয়ন্ত্রিত বাহন মুঠোবন্দী স্বর্গসুখ। স্বার্থের তরে গরীবের ঘরে নাক টিপে অন্ন গিলে, ভালো […]