বিজয় দিবস -মোঃ রবিউল হাসান ∼∼∼∼∼∼∼∼∼∼ স্বাধীনতার লাল সূর্য, বিজয়ের গান, মাটির বুকে লেখা রক্তের পরিচয়খান। শহীদের রক্তে ভেজা এই পবিত্র ভূমি, তাদের ত্যাগেই পেলো দেশ নতুন এক রূপকথার ঝুমি। মায়ের মুখে আজ হাসি, চোখে জল টলমল, পিতার বুকে সাহস, মনে বিজয়ের কল। সাত কোটি প্রাণ একত্রে গেয়েছিল গান, “আমরা স্বাধীন হবো, ভাঙবো শৃঙ্খল প্রাণ।” […]