আসল বন্ধু -বিকাশ চন্দ্র মণ্ডল ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ অর্থের ভরা যৌবনে, সুদিনে অনেকই হয়তো বন্ধু হলেও হবে। আপনজন ? মনে আছে সংশয় প্রকৃত বন্ধু কিন্তু সকলেই নয়। দুঃখ, কষ্ট, আনন্দে তারাই অহরহ পাশে রবে নিশ্চয়। অতি আপনজন মনে হলেও অন্তরে হিংসা, দ্বেষ, ঈর্ষা রয়। ধর্ম, অর্থের মান দন্ডে আলাদা হলেও মন দোহার যখন এক একে অপরের হৃদয়ে […]