সকালে কিংবা বিকালে -কাজী সেলিনা মমতাজ শেলী ≈≈≈≈≈≈≈≈≈≈≈ সকালে কিংবা বিকালে, ফাগুনের ফুলেরা হাসে, ফাগুন পরশে পাখিরা ফাগুনের বাতায়নে আসে। ঊষার নীরব বাতাস, ফুল পাখিরা যেন খুব ভালোবাসে, ফাগুনের প্রভাতে ঊষার আলোতে বাতাস দোলে ঘাসে। শেফালি যূথি চামেলিও এসেছে ফাগুন বাতায়নে, ফাগুন যামিনী চাঁদের আলো, যেন আপনার মনে। আঁধার শর্বরী, ফাগুনের সে রাতে ফুলেরা ফুটেছে […]