ভালো থাকার ভ্যাকসিন -দীপু রায় ⇒⇒⇒⇒⇒⇒ মন খারাপি থার্মোমিটারে যদি ওঠে বিষণ্ণতার পারদ, প্রিয় মানুষটির ভালোবাসার আইসব্যাগটি চাপিয়ে নিও মাথার ওপর, আত্মবিশ্বাসের পেসমেকারে বাড়িয়ে নিও মনের জোর.. ভালো থাকার ভ্যাকসিনটা আছে রাখা, যত্ন-সহযোগিতার কিটব্যাগে দূর হবে নিশ্চিত- এই রোগ-শোক, আসবে নতুন ভোর, গান ধরবে প্রভাতি রাগে…। ⇒⇒⇒⇒⇒⇒ কবি পরিচিতি- *দীপু রায়*, জন্ম ১২ই জানুয়ারি ১৯৯২, […]