হাতচ্ছানি দিচ্ছিল একটা শান্ত শুভ্র ঢেউ লুকোচুরি ছিলো মাস্তুল স্পর্শের টানেও ভালোবাসতে হবে কখনো বলিনি আমি শুধু অভিমান করার অধিকার দিও তুমি যতই হও একটা পরিনত মানুষ পৃথিবীতে তবু আমায় রেখো তোমার ছেলেমানুষীতে অমলিন হাসিতে হই যদি এক টুকরো রোদ থাকবে কি আর এত ঘৃনা এত প্রতিশোধ অগোচরে বেড়ে উঠা এই মায়াতুর প্রণয় আলেয়ার উজান […]