অহংকার পতনের মূল

-শিবানী সাহা

⇒⇒⇒⇒⇒

অর্থের বিনিময়ে অর্জিত সুখ

চাহিদা বাড়ায় মানুষের মনে।

অল্পেতে তুষ্ট সাধারণ মানুষ

জীবন তাদের সহজ সরল সাদাসিদে।

ক্ষমতার দম্ভ অহংবোধ আনে মনে,

অর্থ উপার্জন করে ক্ষমতাবান মানুষ

ছলচাতুরি ও মানুষ ঠকিয়ে,

চিরস্থায়ী নহে তাহা ক্ষণিকের তরে।

অতি দম্ভ ও অহংকারে ধ্বংস হয়েছিল

ক্ষমতাশালী লঙ্কার রাবণ, রামের হাতে।

ইতিহাস তার সাক্ষী সকলে তা জানে

ধ্বংস হয়েছিল স্বর্ণপুরী লঙ্কা রাবণের কারণে।

চৌর্যবৃত্তি ও ছলচাতুরি লোক ঠকিয়ে

অসৎ মানুষগুলো সদর্পে ঘুরে বেড়ায়

বুক ফুলিয়ে যত্রতত্র সমাজের বুকে,

অহংবোধ ধ্বংস হয় কুকীর্তি ফাঁস হলে।

কি লাভ মিছে দম্ভ, গর্ব, অহংকারে

একদিনে সব ফেলে চলে যেতে হবে,

অট্টালিকা ছেড়ে জীবন শেষে পরপারে

সবার একটাই ঠিকানা হবে শ্মশান পুরীতে।

⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি-

আমি শিবানী সাহা, বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন সাধারণ গৃহবধু।

কবিতা পড়তে ও লিখতে ভালোবাসি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*