অসুস্থ সমাজ -তনুশ্রী বসু (পাত্র) ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ প্রলয় যখন আসে, কাউকে বলে আসেনা, জোয়ারে গ্রামের পর গ্রাম, ভাসলে জল বাঁধ মানেনা। সৃষ্টি আর ধ্বংস প্রকৃতির নিয়ম,ভবিষ্যৎ বাণী মানেনা, কৈশোর থেকে যৌবন যখন আসে,শরীরের প্লাবন, জলোচ্ছাস, সেও থমকে থাকেনা। নিয়মটা সব ক্ষেত্রেই একই রকম, সমুদ্রের ঢেউ আছড়ে পরে সমুদ্র তটে, গ্রাম শহর উজাড় হয়ে যাচ্ছে, বন্য জন্তুর […]