ভাঙা চাঁদ আকাশে -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞ চাঁদ হারিয়ে গেছে,হয়েছে মলিন, নিভে গেছে তার আলো,সু’দুরে- ভেসেছে,আলোহীন ভাঙা চাঁদ আকাশ কোণে। অতি নির্মল, চৈতি চাঁদ চলে গেছে কোথা ? করুণ নি’শ্বাস খোঁজে তারে আজ,আঁধার পেরোতে। হাঁসি মুখে ছিল খুশি ঈদের চাঁদে, আজ আর তা নেই। শ্রমিক,দিন ভিখারি,কৃষকের ঠোঁটে হাঁসি ফোটে না, ফোটে না হাঁসি,বাবা বলে […]