সপ্তর্ষি মন্ডল -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈ পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমল রুপোলি আলোয় আলোকিত রাত, উত্তর গোলার্ধে, প্রায় সারা বছরই দেখা যায়, সপ্তর্ষিমন্ডল দেয় সাথ। সপ্তর্ষি মন্ডলে সপ্ত মহান ঋষির সমাগম প্রাচীন ভারতের জ্ঞানী ঋষিদের বোঝায়, এই সাত ঋষি, বৈদিক সাহিত্যের অন্যতম মুখ্য অংশ, সপ্তর্ষিমন্ডল নামে পরিচিতি পায়। এই সাত ঋষির নাম ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, […]