মানদণ্ড -অসিত ঘোষ ⇔⇔⇔⇔⇔⇔⇔ যেখানে বিদ্যা নেই, আছে শুধু পূজা। বন্ধ দরজায় আলো আসে না সোজা। বই-খাতার পাতায় ধুলো জমেছে, জ্ঞানের প্রদীপ কবেই নিভেছে। মন্দিরের ঘণ্টা বাজে, আরতি চলে, শিশুর মনে কোনো প্রশ্ন নেই ? শিক্ষার আলোয় মন না ভরে, মিথ্যা আচার-অনুষ্ঠান শুধুই চলে। মা দুর্গা বসেছেন, দশ হাতে অস্ত্র, কেউ কি বলে কোথায় শিক্ষার […]