সন্ধ্যা কিরণ -কাজী সেলিনা মমতাজ শেলী ≅≅≅≅≅≅≅≅≅≅ সন্ধ্যা কিরণ বিদায় নিল নীরব নিশিথ পথটি ধরে, হেরি তব আজ, ফেরানো গেল না কিছুতেই তারে। বাসনার সেই সাতসুর দিয়ে ফেরানো যেে গেল না, সন্ধ্যা কিরণ খুঁজেছে যেন,গভীর রাতের জ্যোছনা। চাঁদ বসে আছে যেন, গগন বিলাসে স্বর্ণ সিংহাসনে, আকাশের রাজধানীতে নীরব তারা জ্বলছে নির্জনে। চাঁদ যদি না ওঠে […]