কবি কে নয় কবিতা কে -জি কে শাফায়াত আলী ∞∞∞∞∞∞∞∞∞∞∞ কাব্য তোমায় দেখতে দেখতে, পড়ে গেলাম প্রেমে। বুঝিনি কখন তোমার ছবি, আঁকা হয়েছে হৃদয় ফ্রেমে। কেমনে হলো এই আদান-প্রদান, বিকাশে না নগদে ? মন-মোহিনী ভাসি ডুবি, প্রেম জলে গদগদে। দুটি আঁখি জেগে রাখি, শুধু তোমায় বুঝতে। কিছু কিছু হয়েছে বুঝ, চাই আরও খুঁজতে। তোমার বুকে […]