জীবন একটা উপন্যাস -তনুশ্রী বসু (পাত্র) ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ মৃত্যু এক কঠিন চরম সত্যি এর কোন বিকল্প হয়না, যতই থাক না সাবধানে মৃত্যুর সময় কেউ জানেনা। সুগার, প্রেসার, সব কমন বিষয় মৃত্যুকে পেওনা ভয় কখনও বেঁচে থাকা,কি আলাদিনের প্রদীপ জীবন থাকুক আনন্দে, এখন। অনিশ্চিত এই জীবন, সৌখিন খুশিতে ভরিয়ে দাও প্রতিদিন, তুড়ি মেরে উরিয়ে দাও হতাশা, সূর্য্য […]