কবিতার পাতা ডট কম April 2, 2023

নাম রাখতে চাইনি কবিতার -অভিজিৎ হালদার ⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃ শুকনো পাতার অতীত’গুলো ভাসছে দু’নয়নে। দহনের দিনে বৃষ্টির মেঘকে কিনে ভাবছি কত… কয়েকটি দুঃখের দিন পরপর নেমে আসলে শিল্পীর চিত্রে দেখা যায় হেঁটে গেছে মৃত যাযাবর’গুলো। আমার পরে কে লিখবে কবিতা ! গতি হারানো নদীর স্রোতে কে ভাসবে একা ! পোড়া মাটির শহরের পথ ধরে হেঁটে যাবে কে […]

কবিতার পাতা ডট কম April 2, 2023

শৈশব কাল -সঞ্জয় টুডু ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ এই তো কেবল চলতে শেখা, বয়স হল শিক্ষার। বিদ্যালয়ে যেতেই হবে, লেখাপড়া খুব দরকার।। পিতা মাতার হাত আঁকড়ে ধরেই, ছাত্রজীবন শুরু। নতুন নতুন বন্ধু কত, আছে কত শিক্ষাগুরু।। যেই না হলাম একটু বড়, হরেক রকম স্বপ্ন। সারাদিন টাই ব্যস্ত রাখে, পড়াশোনাতেই মগ্ন।। প্রতিনিয়ত এগিয়ে যাওয়া, জ্ঞানের আলো বিকাশ হয়ে। বোধ […]

কবিতার পাতা ডট কম April 2, 2023

অনুধাবন -মানস দেব ∞∞∞∞∞∞∞∞∞∞∞ কবিতা লেখাটা যেন নেশায় পেয়েছে । কি যে লিখি ছাই , নিজেও বুঝিনা । তবে , যেদিন আর লিখবো না বুঝবে কবিতার সঙ্গে আড়ি হয়েছে । আর এজন্য তুমি – ই দায়ী । যেদিন মোবাইলের রিংটোনটা বেজে গেলেও আর ধরবো না ; বুঝবে , মনের ভেতর পুঞ্জিভূত ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ […]

কবিতার পাতা ডট কম April 2, 2023

সুখ বিজনে -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ সন্ধ্যা তারা তুমি সাঁঝের প্রদীপ, নীরব সুখ বিজনে, সন্ধ্যা হলে জোনাকিরা আসে আলো দিতে নির্জনে। সন্ধ্যা গোধূলি ঘন আবিরের রেখা যেন গগন স্বপনে, আকাশে জোছনা বিছানো, নিশিথে আলোর জোয়ার। আকাশে নীল, যেন হৃদয় ভরেছে আজি তারা তোমার, আকাশে নীল জোছনা,তারার গল্প শুনতে চাই বারবার। চাঁদ নীল, জোছনা ছড়ায় […]

কবিতার পাতা ডট কম March 29, 2023

বসন্ত এসে হাসায় প্রকৃতি -সত্যজ্যোতি রুদ্র ≈≈≈≈≈≈≈≈≈≈≈ ঋতুর চক্রাকার আবর্তনে প্রকৃতি যেন সলাজ গুণ্ঠনে ছিলো এতদিন— আজ ঋতুরাজ বসন্ত প্রকৃতির দুয়ারে ব্যস্ত কানাকানিতে সখ্যতা গড়ে তোলে নব নব আঙ্গিকে। চারিদিকে আবীরের ছড়াছড়ি, জড়তা কাটিয়ে জেগে ওঠে পরমা সুন্দরী। পলাশ রঙে রাঙালো বনবীথি, কৃষ্ণচুড়ার রঙে শূন্য সিঁথিতে আলপনা এঁকে দিয়ে প্রণয় রাগিনীতে ভরে তুলতে চায় পত্র-পুষ্প-পল্লবে […]

কবিতার পাতা ডট কম March 29, 2023

চাষি -আশীষ খীসা ≅≅≅≅≅≅≅≅≅≅ চাষি মোরা ফলাই কতো নানান রকম সবজি, সারা দিন পরিশ্রম করে দৃঢ় করি কব্জি। মাথার ঘাম পায়েতে ফেলে ফলাই কতো কিছু, তবুও নেই সমাজে মূল্য থাকি মাথা নীচু। জীবন চলে কাজে কাজে দেখা মেলেনা সুখ, জীবন যাচ্ছে দু:খে দু:খে পেরিয়ে যাচ্ছে যুগ। ভারবাহী বোঝা নিয়ে যাই বাজারে ও হাটে, অন্তত:কিছু খেয়ে-দেয়ে […]

কবিতার পাতা ডট কম March 28, 2023

হৃদপিণ্ড থামিয়ে দেয় -মাহফুল আখতার জাহান ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আবেগের অতিশয্য ভালবাসার মারনাস্ত্র হয়।  দরদের ঘর গৃহস্থালি -বনেদী অতীত অবিশ্বাসের জোয়ারে ভাসিয়ে নেয়। দেহ মন কাঁদে মানবিক জ্বরে বুকের বোতাম খুলে সে কান্না কাউকে দেখানো যায় না ইথারের আঁধারে হোচট খায়। নিকট জনের নির্মমতার কবোষ্ণঠৌঁট ভরা নৌকার ফসল ডুবিয়ে দেয়। দুঃসময়ের দুরন্ত কুমির ভালোবাসার খরশ্রোতা নদীর জল […]

কবিতার পাতা ডট কম March 28, 2023

জাগো হে যুবক -বিপ্লব শামীম ∞∞∞∞∞∞∞∞∞ হে যুবক, ভাবছো তুমি কি? কর্মক্ষম মানুষের গ্রাফে চূড়াতেই আছো তুমি! তুমি তো দূর্বার কে আছে তোমায় রুখবে? অদম্য সাহসিকতায় তুমি শুধুই সম্মুখ পানেই ছুঁটবে! তুমি নিজ বলেই বলিয়ান নির্ভরতা তোমার বেমানান, তুমি কাজকে করো সম্মান তুমিই তো একটি প্রতিষ্ঠান! তুমি তো হারবার নও পার শুধুই হারাবার! অযাচিত জঞ্জাল […]

কবিতার পাতা ডট কম March 28, 2023

হও হুঁশিয়ার -মোঃ জাবের মীর ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আমি কালো তুমি আলো, তোমাকে লাগে চমৎকার! আমিও মানুষ তোমার নেই হুশ, বলো গলত কার? তোমার বড় বাড়ি আছে গাড়ি, চকচকে রঙিন প্রাসাদ। আমি নগন্য আছে যৎসামান্য, এতেই আমার স্বাদ। তোমার ভীষণ দাপট আছে সাপোর্ট, আরো বাঁধো জোট। আসো তেড়ে নাও সব কেড়ে, করে দাও ওলট-পালট। আমি মজলুম করছো […]

কবিতার পাতা ডট কম March 27, 2023

আয়োজন ফুরিয়ে গেলে -বিমান বিশ্বাস ≅≅≅≅≅≅≅≅≅≅≅≅ আয়োজন ফুরিয়ে গেলে দূরত্ব মুছে ফেলে পলাশ রাঙা দিনের নূপুর বাতাসের খামে ভেসে ভালোবাসা বেঁচে ওঠে অপার সৌন্দর্যে নীলাকাশে ঝকঝকে রোদের কণা অক্ষয় পদচিহ্ন এঁকে নিরালায় বয়ে চলে আগের মতন.. মুহূর্তরা ছোট হলে প্রাপ্তির খুনসুটি জীবন্ত হয় উৎসব শেষে ঝরে গেলে সে; অপেক্ষার প্রহর গুনে ক্ষয়ে যায় চোখের কর্ণিয়া […]

Popup Builder Wordpress