শ্রমিকের ভাগ্য -আশীষ খীসা ∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼ মাথার ঘাম পায়েতে ফেলে শ্রমিকরা করে নিরলস কাজ, এত কষ্ট ও পরিশ্রম করে তারা কিন্তু তাদের নেই কোনো সাজ। শ্রমিকের অক্লান্ত পরিশ্রম ও ঘামের বিনিময়ে মালিক হয় বিত্তশালী ও ধনী, শ্রমিক মালিককে সর্বোচ্চ আসনে বসালেও শ্রমিক সদা থাকে মালিকের কাছে ঋণী। কলকারখানা,ব্যবসা-বাণিজ্য সব চলে শ্রমিকের হাড়ভাঙ্গা কঠোর পরিশ্রমের ফলে, মালিক […]