তুমি কে?

-অঞ্জনা চক্রবর্তী

↔↔↔↔↔

“Tell me the company you keeps

And i will tell you who you are.”

তোমার দর্পন তোমার সঙ্গী সাথী পরিজন

কি ভাষা প্রয়োগ, কেমন তর তাদের আচরণ |

তুমি যদি বলো আমায় কে যে তোমার আপন

আমি বলতে পারি তোমায় তুমি যে হও কেমন |

যে যেমন সে তেমনই দলেই অন্তরভুক্ত

অন্ত্যমিল না থাকলে কি করে হবে যুক্ত!?

ভাষা চয়ন , বর্ণ মালায় লিপিবদ্ধ ঠোঁট

কর্মফলের দ্বারা বইতে যে হয় মোট |

তোমার আয়না তোমার চক্র, আবরণ

তোমার অস্তিত্ব লেখা আছে তাদের ব্যক্ত আচরণ |

কোন শব্দ প্রয়োগ করে, কোন রুচিতে সে থাকে

তোমার সাথী হয়ে সে সম দর্শন ধরে রাখে!

স্ফটিকের মত স্বচ্ছ বন্ধুর হয় যে ব্যক্ত ব্যক্তিত্ব

লুকিয়ে থাকে তারই অবয়ব তারই মোহত্ব |

বন্ধু নির্বাচনে তাই সদাই রাখো বিবেচনা

তোমার বন্ধু দেখে তাই সমাজ করবে তোমারই আলোচনা |

↔↔↔↔↔

কবি পরিচিতি :

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা; মফঃস্বল শহরে জন্ম | সাহিত্যে অনুরাগ শৈশব থেকেই | তথ্যপ্রযুক্তির দৌলতে হঠাৎ জামাইবাবু শ্রদ্ধেয় কবি সুপ্রিয় ভট্টাচাৰ্য তার সাথে বোন লিপিকা ভট্টাচাৰ্য মজার ছলে জামাইবাবু দের নিয়ে খানিক লেখা ;সেই থেকে আমার আত্মীয় রা আমায় উৎসাহিত করেছে কাব্য চর্চায় |সাথে ছিল স্কুলের miss বিনীতা দত্ত পরে, উর্মি গাঙ্গুলি, ফাদার এলাসানড্রা | দূরের থেকে দেখে অনেকের সাথে সাহিত্য জগতে আলাপ হলো ;কেউ কাঁটা বেঁধায়, কটূক্তি আর অপবাদে নিপ ভাঙতে চায় |যখনই ভেঙে পড়েছি যে সর্বপ্রথম এগিয়ে আসে আমার ভাই মারুফ খান … তাকে চোখে দেখিনি তবে তার হাত আমার চোখ মুছিয়ে দেয়.. বলে দি, তুই লিখতে থাক… রবীন্দ্র নজরুল ঈশ্বর চন্দ্র তাঁদের ও অনেক কটূক্তি সহ্য করতে হয়েছে…

আমার কলমের কালি পুরে দেয় আমার পাওয়া পাঠক গণের মন্তব্য, সম্মান আর ভালোবাসা |

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*