তোমাকে বিদায় দিলাম

-আবু ওবাইদুল্লা আনসারী

♥♥♥♥♥♥♥

যাও পথিক,

আজ তোমাকে বিদায় দিলাম,

মুক্তি দিলাম আমার অন্তহীন ভালোবাসা থেকে,

জানি ভুলিবার নয়,

যে রূপে আমি ডুব দিয়েছি অজানা এক দেশে,

যেখানে ছিল শুধু তুমি, আমি আর আমাদের স্বপ্ন গুলি,

যে ভালোবাসায় আমি খুঁজে পেয়েছিলাম শরৎ চন্দ্রের অঙ্কিত নারীকে,

যে রূপে আমি খুঁজে পেয়েছিলাম বনলতা সেনকে,

কণ্ঠে নীরা,শাসনে মেমসাহেব ,

জানি ভুলিবার নাই,

তবু মুক্তি দিলাম,

সবাই জানুক আজ,

ভোরের চাঁদ থেকে স্কুল ঘাটের সেই বটবৃক্ষ,

ময়ূরক্ষীর ধার থেকে শুরু করে সবুজ দ্বীপের ঘাস গুলি,

যারা এতদিন নীরবে সাক্ষী থেকেছে আমাদের ভালোবাসার,

সবাই জানুক আজ মুক্তি দিলাম তোমায়,

যাও পথিক,

তোমাকে বিদায় দিলাম আজ,

কিছুটা চোখের জলে,

কিছুটা ব্যাথার অন্তরালে,

হৃদয়ের রক্তক্ষরনের সহিত,

তোমাকে মুক্তি দিলাম আজ,

এতদিন যা ভালোবাসা দিয়েছ,

দেখিয়েছ যে স্বপ্ন গুলি,

সেগুলি বুকে আড়াল রেখে বদলে দিলাম কান্নায় ভেজা এই ফুল,

আমার রক্তে রঞ্জিত যার রং,

স্বপ্ন ভাঙা ব্যাথা গুলি যেন কাঁটা,

সাবধানে নিও দাগ থেকে যাবে,

যাও পথিক,

তোমাকে বিদায় দিলাম,

আমার অন্তহীন ভালোবাসা থেকে মুক্তি দিলাম তোমায়,

আর কখনও দেখা হবে না জেনেও ,

বিদায় দিলাম তোমায়,

অপেক্ষার কষ্ট বুকে নিয়ে তোমায় ভালোবাসা জানাই,

না শেষ ভালোবাসা নয়,

তোমার প্রতি আমার ভালোবাসা শেষ নাই,

রাতের অন্ধকার ,আমার ভেঙ্গে যাওয়া স্বপ্ন গুলি,আর দীর্ঘশ্বাস কে সাক্ষী রেখে,

তোমায় বিদায় জানালাম,

বালিশটাকে সাক্ষী নিতে পারলাম না,

ওই জানে আমি পারব না,

তবু তোমায় বিদায় দিলাম,

মুক্তি দিলাম তোমায়।। 

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

কবি আবু ওবাইদুল্লা আনসারী,ভারতের মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক গ্রামে ২০০১সালে জন্মগ্রহণ করেন।পিতা হুমায়ুন কবীর, মাতা মুনেফা বিবি,বর্তমানে সে প্রাণিবিদ্যা বিষয়ে b.sc তে পাঠরত,ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা কবিকে ভীষণ ভাবে নাড়া দেয়,

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*