খুঁজছি যারে
-গৌর গোপাল পাল
↔↔↔↔↔
মনের মাঝে উথাল পাথাল
ঝড় উঠেছে ওই!
খুঁজবো তারে আর কতকাল
কই সে মানুষ কই!!
কোথায় থাকে সুজন সখা
কোথা যে তার বাড়ি!
যতই খুঁজি পাই না দেখা
মন হয়ে রয় ভারী!!
তোমরা তাহার দেখা পেলে
আমার কথা বলো!
যেথায় থাকে সোনার ছেলে
সেথায় নিয়ে চলো!!
পারি না আর থাকতে ভুলে
আর দিও না ব্যথা!
সাধ জেগেছে পরাণ খুলে
কইবো দু’টো কথা!!
এই জীবনে হবে না আর
তেমন বুঝি কিছু!
আমি বা কার কেবা আমার
করি যে ঘাড় নীচু!!
↔↔↔↔↔
কবি পরিচিতি-
কবি-গৌর গোপাল পাল। পিতা- দুকড়ি পাল। মাতা- ফুলেশ্বরী পাল। স্ত্রী- সাধনা পাল। ১৩৬০ বঙ্গাব্দের ১৩ ফাল্গুন বীরভূম জেলার লাভপুর থানার গোবিন্দপুর গ্রামে পৈত্রিক ভিটেতে জন্ম। সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ। শ’ পাঁচেক পত্র-পত্রিকায় লেখালিখি। অনলাইন পত্র-পত্রিকাতেও সমানে লেখা প্রকাশিত হচ্ছে।