শ্রদ্ধাবোধ
-মোঃ রেজাউল করিম
◊◊◊◊◊
শ্রদ্ধাটা দিনে দিনে
কেন যেন কমছে।
অসম্মানের মাত্রাটা
দ্রুত হারে বাড়ছে।
বড়দের দেখে আগে
করেছি যে শ্রদ্ধা।
এ কথাটি জানে সবে
মানে সব বোদ্ধা।
বড়দের দেখে ছোট
সালাম টা দেয় না।
সালামের সময়টা
ওদের কি হয়না?
উল্টো ওদেরকেই
জিজ্ঞাসিতে বুঝি হয়।
তা না হলে আজকাল
বড়দের মান যায়।
দোষটা কি ছোটদের?
নাকি হায় বড়দের?
অগ্ৰজ না শেখালে
কি করে হয় অনুজের?
আজ তোরা ছোট যারা
বড় হবি দু’দিন পর।
শ্রদ্ধাটা তোরা ভাই
আজ থেকে শুরু কর।
মেনে যদি না চলিস
কি ভাবে পাবি বল?
যে যাই বলুক না
ভালো পথ মেনে চল।
আজ শুরু করলে তুই
শ্রদ্ধাটা পাবি কাল।
নইলে খাবি পাছে
ছোটদের চোখের ঝাল।
ভালো কাজে থাকতে হয়
শুধু তোর মনোবল।
ভালো মানুষ হয়ে তুই
সৎপথে এগিয়ে চল।।
◊◊◊◊◊
কবি পরিচিতি-
নাম: মোঃ রেজাউল করিম, পিতা: এ.এম.আহাম্মদ আলী, মাতা: ফিরোজা বেগম, গ্ৰাম:ফরিদ পাঙ্গাশী (ধুলাউড়ি) থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। জন্ম:৭ই সেপ্টেম্বর ১৯৬৩ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।স্কুল: কৈজুরী উচ্চ বিদ্যালয়-১৯৭৯ এসএসসি। কলেজ: সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা- ১৯৮১ এইচএসসি।বিশ্ববিদ্যালয়:বিএ (পাস),এমএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)। বিশেষ শিক্ষা: এসোসিয়েট ইঞ্জিনিয়ার (অটোমোবাইল)।কর্মজীবন: বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। বর্তমান কর্মজীবন: আমানত শাহ্ গ্ৰুপ, ঢাকা। বর্তমান ঠিকানা:২৫৩-পশ্চিম আগারগাঁও,শেরে বাংলা নগর,ঢাকা।