রক্তের স্বাধীনতা

-খলিলুর রহমান খলিল

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

মার্চের পঁচিশ মধ্যরাতে

পাক বাহিনীর হামলা,

কাড়ে নারীর ইজ্জত সম্মান

বাঁধায় হত্যা ঝামলা।

মধ্য রাতে মায়ে ডাকে

কইরে ছেলে তোরা?

অস্ত্র হাতে দৌড়ে এসে

খান সেনাদের তাড়া।

নিরস্ত্র বাঙালির উপর

হঠাৎ হামলা চালায়,

পরদিন মার্চের ছাব্বিশ

রোধে রুখে দাঁড়ায়।

বাংলা মায়ের দামাল ছেলে

যুদ্ধে ঝেঁপে পড়ে,

দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধা

অন্যায় রোধে লড়ে।

খান সেনারা ভয়ে থর্ থর্

করে আত্মসমর্পন,

১৯৭১ ষোল ডিসেম্বর

বাংলার বিজয় অর্জন।

ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক

দান সহযোগিতা,

শহীদ গাজীর রক্ত ঝরা

বাংলার স্বাধীনতা।

সবুজ মাঝে রক্ত বৃত্ত

উড়ছে ঐ পতাকা,

স্মৃতিসৌধে বিজয় স্মৃতি

উৎসব সব এলাকা।

ত্রিশ লাখ শহীদের রক্ত দান

হয় বিনিময়তা,

তিন লাখ মায়ের ইজ্জত হারা

রক্তের স্বাধীনতা।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি ঃ

খলিলুর রহমান খলিল (কবি ও ছড়াকার), পিতা ঃ মোঃ আব্দুল কাদির, মাতা ঃ মরহুমা ফাতেমা খাতুন ,গ্রাম ঃ সাটিহারী পোস্ট ঃ মাইজবাগ, উপজেলা ঃ ঈশ্বরগঞ্জ, জেলা ঃ ময়মনসিংহ। পেশা ঃ শিক্ষকতা। প্রকাশিত কাব্য গ্রন্থ ২টিঃ ১। আলো তুমি কত দূর (২০১১), ২। একুশে বাংলার গান (২০১৪) যৌথ গ্রন্থ ঃ ৬টি

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*