আমাদের চেতনায় থাক প্রকৃতি
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈
প্রাণী ও উদ্ভিদ একে অপরের নির্ভরশীল জাগুক চেতনা,
বেচেঁ থাকার অবলম্বন গাছ অক্সিজেন সবার প্রয়োজন।
উদ্ভিদের উপর নির্ভর করে চলছে প্রাণের স্পন্দন,
উদ্ভিদ যে প্রাণী কুলের ভারসাম্য রক্ষা করার কারণ।
প্রাণী যে অক্সিজেন পায় উদ্ভিদের নিশ্বাস প্রশ্বাসে,
আর উদ্ভিদ গ্রহন করে কার্বন ডাই অক্সাইড।
তা সে পায় প্রাণীদের নিশ্বাস প্রশ্বাসের কারণে,
এইভাবে ভারসাম্য করে চলছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ।
আমাদের চেতনায় গাছ লাগানো আমাদের বিশেষ প্রয়োজন,
বন্যপ্রাণী সংরক্ষন করার দায়িত্বে আজ সবাইকে করো আহ্বান।
প্রকৃতি চেতনা জাগো একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রান বাচাঁও।
এই স্লোগানে আমরা করবো জয় আমাদের চেতনায় থাক প্রকৃতি ।
গাছ লাগাও প্রাণ বাঁচাও সবাই জানি আমরা,
তবুও গাছ কেটে আসবাব বাড়ি তৈরিতে টানাটানি।
পশু পাখি ধীরে ধীরে বিলুপ্ত প্রায় প্রকৃতি শূন্যতার মাঝে,
কোথায় করবে বাস পশু পাখি নেই কোথাও অভয়ারণ্য।
সময় তো নেই ভাববার মতো,জাগুক সবার মন,।
৫ই জুন সারা বিশ্বে পরিবেশ দিবস পালন করা হয়,
পরিবেশ দিবস পালনে বৃক্ষ সৃজন করার চেতনা জাগাও।
একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে করো আহ্বান,
গাছ – ই প্রাণের উৎস সবার মনে জাগাও প্রাণ বাঁচাও ।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
শান্তি দাস
বিষয় শিক্ষিকা( শিক্ষা বিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতা-এম এ
( এডুকেশন )
আগরতলা খোয়াই জাম্বুরা( ত্রিপুরা )