দেয়ালে পিঠ

-হাসান জামান

≈≈≈≈≈≈≈≈≈≈

দেয়ালে পেরেক ঠুকে টাঙ্গিয়েছি সময়ের ঘড়ি

হৃদয়ে বিষন্ন বিকেল

নতুন জীবন কোথা থেকে শুরু করি ?

সময়ের ঠোঁটে আঙ্গুল রেখে বয়স যখন পঞ্চান্ন পেরিয়ে

মৃত্যু যখন সোনালী প্রজাপতি হালকা বাতাস

কি করে যাই এড়িয়ে!

আজ

পায়ে চলা সরু পথ মহাসড়ক থেকে মহেঞ্জোদাড়ো

রাজপথ ক্রমশ বিস্তৃত হয়ে মিশেেছে দিগন্তে আরো

পুরাতন জীর্ণ জনপদ সুরম্য বিশাল নগরী

শুধু জীবন চলার পথ ক্ষীন থেকে ক্ষীনতর,তড়িঘড়ি

সাড়ে তিন হাত ভূমি,

দিন শেষে নতুন পৃথিবী কি দিয়ে যে গড়ি?

নিস্তব্ধ রাত্রি জেগে আছি নক্ষত্রের পাশে একা

দৃষ্টিতে নেই উজ্জলতা বুকে ঝাপসা আঁধার

মনের গহীনে ভয়ের মেঘ করে হাহাকার

হিমোগ্লোবিন নিম্নগামী ঝড়ের সাথে

হয়তো হবে দেখা!

কোন মলমে ইবনে সিনা সারাবে এ আশ্চর্য ক্ষত

হৃদয়ে রক্ত ক্ষরণ ফোঁটা ফোঁটা ঝরে অবিরত।

বেঁচে থাকার সকল সড়কে বিনাশী অবরোধ।

ঝড়ের আগুনে বিপন্ন মানুষ,

কে নেয় কার প্রতিশোধ ?

কালের আঘাত! প্রকৃতি নাকি নিয়তির দায়?

ঊর্ধ্বমূখী দ্রব্য মূল্য চেঙ্গিস খান ঘোড়সওয়ার

মৃত্যুঞ্জয়ী ট্যাবলেট আশা ভরসা রক্ত চুষে খায়।

১০ নম্বর মহা বিপদ সংকেত।ছেড়ে এ স্বপ্ন ভূমি

সহযোদ্ধা পালাবে কোথায়? স্বপ্ন স্বস্তি তুমি নির্বাসনে যাও। শপথ কারী শহীদ তিতুমীর যার

সূর্য অস্ত গেছে নদীর ওপারে,

ভাঙা আজ কেল্লা’র দ্বার!

হাজার বছর ধরে নদী ও নারীরা এখানে গোপনে।

অশ্রু ফেলেছে মেঘের মেয়ে বালিশে শয়নে স্বপনে।

হারাবার কিছু নেই নৈতিকতা বর্জিত এ সময়ে

তুৃমি এসো নাকো ফিরে এ শহরে এই লোকালয়ে

প্রবেশ করোনা আমার চৌকাঠে

এখানে বিষন্ন দিন মৃত মাছের মতন রাত কাটে।

হাঁটু মুড়ে বসে থাকা মানুষের কান্না মিশে যায় অন্ধকারে গ্যালাক্সির ধুষর ছায়ায়!

শুধু নফছের খায়েশ পুরনে সবুজ গুল্মলতা

পুড়েছে তিন-তিনবার চৈত্রের প্রচন্ড খরায়।

চিকিৎসক কি করে বাঁচাবে এদেশ এ জাতিকে

নখ দন্তহীন এ বিপন্ন প্রাণীকে ?

মৃত বাঘ আকণ্ঠ ডুবে আছে ভয়ের পুকুরে।

শুষ্ক তিস্তায় কে আনবে দূরন্ত যৌবন উত্তপ্ত দুপুরে।

প্রিয়তম কসম তোমার তুমিই বলেছো –

“কষ্টের পরে স্বস্তি রয়েছে,”এই ক্ষনে –

দেয়ালে পিঠ , তবু সেজদায় আমি

যদি যেতে হয় নির্বাসনে –

বন্ধকী রেখেছি এ হৃদয় শুধু তোমার স্মরণে।।

(৩-৬-২৩,বরেন্দ্র এক্সপ্রেস।)

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

কবি হাসান জামান এর আসল নাম মুহঃ হাসানুজ্জামান। পিতা মোঃ নজরুল ইসলাম মাতা ওলিমা বেগম। জন্ম ১৯৬৭ সালের ৯ জানুয়ারি নওগাঁ জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার। বর্তমানে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন।ছাত্র জীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। দেশের বিভিন্ন ম্যাগাজিন অনলাইনে লেখালেখি করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*