সুন্দর জীবন গড়
-মাহবুব আলম বুলবুল
≈≈≈≈≈≈≈≈≈≈
মানুষের মত মানুষ যদি
দেশে হতে চাও,
ফোন ছেড়ে লেখাপড়া
মনোযোগ দাও।
জীবনের মূল্য বান সময়
নষ্ট করে দিলে,
সারা জীবন সুন্দর মন
পুড়বে তিলে তিলে।
বাঁচার মত বাঁচতে হলে
সুন্দর জীবন গড়,
আঁকা বাঁকা পথ ছেড়ে
বই শুধু পড়।
সময় অপচয় না করে
সময়ের মূল্য দাও,
সুন্দর জীবন গড়তে হলে
বই হাতে নাও।
মোবাইল ফোন দেখার সময়
জীবনে অনেক পাবে,
পড়াশোনা করে যখন
মানুষ কুলে যাবে।
ছোট্ট একটা জীবন থেকে
সময় চলে গেলে,
পিছনের কথা পড়বে মনে
কষ্ট নেমে এলে।
≈≈≈≈≈≈≈≈≈≈
— কবি পরিচিত —
কবি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামে ১৬/৫/১৯৬৮ সালে এক মধ্যবিত্তপরিবারের জন্ম গ্রহন করেন।
তিনি দামুক দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে ভেড়ামারা ডিগ্রি কলেজ থেকে লেখা পড়া শেষ করেন।
কবি ছোট্ট বেলা থেকেই কবিতা, গান, নাটক, যাত্রা লিখেন। তিনি বাংলাদেশ বেতার এর একজন তালিকা ভুক্ত গীতিকার। তার লেখা অসংখ্য গান দেশের বিভিন্ন শিল্পী গেয়ে আসছেন।