দায়

-বিপ্লব শামীম

⇔⇔⇔⇔⇔

কি হলো এই নক্ষত্রদের?

মনুষ্যত্ব কি জাদুঘরে?

বিষদাঁত ওদের ভাঙতে হবে

নইলে খাবে কুঁড়ে কু্ঁড়ে!

ভাবছি শুধু হতাশ হয়ে

কেন ওরা এমন হবে?

শিখেনি ওরা মানবিকতা

কি করছি আমরা তবে?

গাদি গাদি পাঠ্যপুস্তক

শিখছে যেন রোবট হয়ে,

তাইতো ওদের নেই অনুভব

অনুভূতিও যাচ্ছে মরে!

গর্ব করে বলছি মোরা

পড়ছে ওরা দেশ সেরা বিদ্যাপীঠে,

ওরাই তো সেই সোনার ছেলে

দেশটা দিবো ওদের হাতে!

এখন দেখি সবই ফাঁকা

শিখেনি ওরা নৈতিকতা,

মূল্যবোধের এই পতনে

বের হচ্ছে রোবট মেধা!

দোষ কি শুধু একা ওদের?

দায় কি নেই এই সমাজের?

পরিবারের কি ভূমিকা?

দায় কি নেই শিক্ষকদের?

মাথার ব্যথায় মাথা কাটা

যাবে না চলা এই নীতিতে,

গোড়ায় গলদ থাকলে পরে

আসবে ওরা সেই গতিতে!

ভাবতে হবে নতুন করে

কোথায় মোদের ঘাটতি তবে,

শিক্ষার সাথে নৈতিকতা

শিখালেই ওরা মানুষ হবে!

যদি ভাবি আমরা মানুষ

ঐ দানবদের রুখতে হবে,

সব ভেদাভেদ ভুলে গিয়ে

দেশটাকে যে গড়তে হবে!

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিত :

আমি দেওয়ান শামীমুল ইসলাম। ‘শামীম’ নামে ডাকতো দাদা, নানা ডাকতো ‘বিপ্লব’। বাংলাদেশের টাঙ্গাইল জেলা অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ, সমাজ সেবক এবং ইসলামী স্কলার। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*