প্রশান্তি খুঁজছি
-মীর সেকান্দার আলী খোকা
∼∼∼∼∼∼∼∼∼
একটু প্রশান্তি খুঁজছি,খুঁজছি শব্দনগর থেকে একটু দূরে
একটা নিঝুম বন।
বনে থাকবে কিছু কাশফুল,
পাশে থাকবে প্রবাহমান কোন শান্ত নদী।
নদী কলতান দেবে, কাশফুল দেবে
নরম ছোঁয়া।
কাশফুলের কমল স্পর্শে, নদীর কলতানে
ঘুমিয়ে যাব স্বপ্ন আবেশে নদীর কূলে।
বনের শীতল হাওয়ায়
দূর থেকে ভেসে আসা আযানের মধুর তানে
প্রভাতে জেগে উঠবো।
ওটা হবে আমার শব্দ নগর থেকে
প্রশান্তির নিঝুম দেশ, এমন দেশ কত কাল খুঁজি
পাইনি আজও।
প্রশান্তি খুঁজছি, শব্দনগর থেকে একটু দূরে,
যেখানে শব্দ আছে কোলাহল নেই,
কানে জ্বালা দেয় না
শব্দের তানপুরা।
ধীরে, কদমে,মূর্ছনায় হারিয়ে যাব
সুদুরে দৃষ্টি মেলে প্রকৃতির মায়ায়।
সূর্যাস্ত কতকাল দেখিনা তোমায়,
কেমন করে দিনকে আঁধারে ঠেলে ডুবে যাও তুমি;
ওঠো প্রত্যুষে আঁধার দূরে ঠেলে রাঙিয়ে দাও
দিনকে আবার!
একটু প্রশান্তি খুঁজছি, শব্দনগর থেকে একটু দূরে
যে মায়ায় হারিয়ে যাব খুঁজছি তাকে।
যেখানে প্রখরতা নেই
এমন উজ্জ্বল সূর্য খুঁজছি নিপুন আবেশে।
বনে ফুল ফোটে বসন্ত দেখিনা,
হাঁটছি তাই এখনো, কত রেখা পার হয়ে
ঘাটের খেয়া পাবো রাখবো কদম প্রশান্তির মিষ্টি মায়ায়।
খেয়া দেখি, মাঝি দেখিনা,
লহরী আতঙ্কে আত্মা কাঁপে পিচ্ছিল পথ চোখে ভাসে।
একটু প্রশান্তি খুঁজছি, শব্দনগর থেকে একটু দূরে
তানপুরাতে যে সুর জাগে কাশবন নেই সেথা,
শান্ত নদীর কলতান নেই
নেই সবুজ বনের চিলতে আলো।
পথ কতদূর! তপ্ততায় দেহ দহে, কমবে প্রখর কখন
আশা নীড়ে চোখ চেয়ে আছে।
খুব গভীরে লগ্নকানে শুনি,ধ্বনি বাজে সুদূরে,
গোলাপ মেলছে ডানা রক্তক্ষরণের স্রোত ভেঙ্গে তবে।
ক্ষুধার নগরে মশা নোংর করে ভরে ক্ষুধার পেট
নিশ্চিত মৃত্যু ডাকে।
একটু প্রশান্তি খুঁজছি,খুঁজছি শব্দনগর থেকে একটু দূরে
একটা নিঝুম বন।
বনে থাকবে কিছু কাশফুল,
পাশে থাকবে প্রবাহমান কোন শান্ত নদী।
নদী কলতান দেবে, কাশফুল দেবে
নরম ছোঁয়া।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
জন্ম: বিভাগীয় শহর রাজশাহী,,১৫ ই জুন। শৈশবের-কৈশরের এমন একটা সময় রাজশাহীতে কেটেছে, ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত। পিতা মৃত: সরকারি চাকুরী করতেন, মাতা মৃত: লতিফা খাতুন। প্রকাশিত একক কাব্যগ্রন্থ: আলো ছায়া, আশা করছি ২৫ শে বই মেলাতে থাকবে ইনশাল্লাহ। বর্তমানে কবিতার পাতা সহ বেশ কিছু অনলাইন পত্রিকায় লেখা চলছে। পূর্বে যে পত্রিকাগুলিতে নিয়মিত লেখা থাকতো: (১) দৈনিক সামশাইন রাজশাহী (২) দৈনিক উত্তরা দিনাজপুর (৩) সংজ্ঞা দিনাজপুর (৪) সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও (৫) চালচিত্র ঠাকুরগাঁও (৬) একদিন প্রতিদিন মাসিক ম্যাগাজিন ঢাকা (৭) প্রিয়তমেষু ঢাকা।