
কবির কাব্যগ্রন্থ
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈
বই এর কদর কয়জনা দেয়
মুঠোফোনের এই যুগে,
পাঠাগারে ধুঁকতে থাকে বই
ঘুনপোকার সুখ ভোগে।
গ্রন্থাগারিক বাবু আসে যায়
মাস মাহিনা ঠুকু পায়,
পাঠক শূন্য গ্রন্থাগারে বসে
মশা মাছিদের তাড়ায়।
বই ছাপিয়ে করবো কি আর
কয়জনা বই পড়ে,
কত কবির কাব্যগ্রন্থ কাঁদে
অবহেলা অনাদরে।
≈≈≈≈≈≈≈≈≈≈