জ্বর

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈

মনের কোণে জমেছে

লুকানো স্বপ্নের জ্বর

ধুঁকছে অজস্র রঙিন

স্বপ্ন গুচ্ছের খেলাঘর ।

নিত্য দিনের স্বপ্ন গুলো

ঘুমিয়ে কেঁদে মরে

বিনিদ্র রজনী জাগার ফলে

চোখে কালি পড়ে।

না বলা বেদনার ডালি

সাজিয়ে রাখার ঘর

হা হুতাশে ভরা প্রাণের কথায়

আসে স্বপ্নের জ্বর ।

সোজা সাপটা বুলি তোলপাড়

পিঠের শিরদাঁড়ায়

জীবনের গুরুত্বটা কেবল

বাঁচার হাত বাড়ায়।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। আমি একজন গৃহবধূ। কবিতা গল্প লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*