
আলো এখন হাতের মুঠোয়
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞∞
যে দিন ইট ভাঙতে শিখেছি
পাথর, ঢেউ, ঝড়
দাঁড়াতে শিখেছি সেদিন।
যে দিন হাসি ভুলে গেছি
সেদিন চিনেছি আলো।
হাসি ভুলে আলো চিনেছি
হাসছি জীবনভর।
জলে ডুবেছি যে দিন
লাশ হয়ে ভেসেছি
সাঁতার শিখেছি সেদিন।
বিন্দু চিনেছি যে দিন
অস্তিত্ব চিনেছি।
হাসি পালিয়ে গেছে ভয়ে,
আজ শুধু হাসি।
জীবনের সবগুলো সময়
হাতের মুঠোয় এনেছি,
ভুলে যায়নি অতীত,আমি হাসি
আলো এখন হাতের মুঠোয়।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি মীর সেকান্দার আলী খোকা, জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী। শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে, পাঁচ ভাই,তিন বোন, আট ভাই বোনের মধ্যে কবি সপ্তম, পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। কবি যখন চতুর্থ শ্রেণীতে তখন থেকেই অগোছালো ভাঙ্গা ভাঙ্গা শব্দে কবি কবিতা লিখতে শুরু করেন। একসময় দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা+সংজ্ঞা,দিনাজপুর। সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও। মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন ঢাকা, প্রিয়তমেষু ঢাকা। আলপনা সাহিত্য ও সংস্কৃতি ঠাকুরগাঁও এ নিয়মিত লিখতেন। বর্তমানে অনলাইন পত্রিকা কবিতার পাতা সহ কয়েকটি অনলাইন পত্রিকাতে লিখছেন। প্রকাশিত একক কাব্যগ্রন্থ আলো ছায়া একুশে বইমেলা ২০২৫ প্রকাশিত হয়েছে। ২০২৬ ২১ শে বইমেলাতে সময়ের রং এবং লাল ঘুড়ি নীল মন থাকবে ইনশাল্লাহ। সকলের দোয়া প্রার্থী, স্থায়ী নিবাস জেলা সদর ঠাকুরগাঁও।