
আদরের কফি
-অসিত ঘোষ
∼∼∼∼∼∼∼∼∼
কফির বায়না হবে কি পূরণ
আমার সেলফি প্রচার হবে,
কি হবে আমার টাকা পয়সা
একটুখানি মান সম্মান দেবে।
ভালোবাসা আছে আমার মধ্যে
যারা আমায় করে কদর,
ঘৃণায় যায় না মুখ ঘুরিয়ে
তারা আমার পায় আদর।
ভালো মন্দের বিচার নাই
কালো বা ফর্সা হোক যতই,
সুন্দর না কুৎসিত বুঝিনা
আদরে আদর বাড়ে ততই।
চাইনা এসব আর আমি ভাই
ভরিয়ে দেব সন্তানের মতন,
যাবো না ছেড়ে তোমাদের
সবার কাছে পাই একটু যতন।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি–
বর্ধমানের শাড়ি গ্রাম থেকে বড় হয়েছি। কাটোয়া কলেজ থেকে বিএসসি পাস করেছি। কলকাতা এসে ব্যবসা করছি। এক ছেলে এক মেয়ে। ছেলে বি এইচ ইউ ইউনিভার্সিটি আইআইটি নার্ভের উপর রিসার্চ করছে। মেয়ে চাইল্ড সাইকোলজিস্ট। বাবা কলকাতা পুলিশের চাকরি করতেন । ক্যান্টনমেন্ট বুকে একটু জমি কিনে দিয়েছিল । সেখানে আমি বাড়িঘর তুলি। কারখানায় অনেক ছেলেমেয়ের কাজ করে। তবুও মন ভরে না গ্রামের বাড়ি বারবার টানে।