
দুর্গা কোপে ধরা
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼
মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে
দশাবতার রূপ ধরে,
খেতে পায়না গর্ভধারিণী
চোখে জল মুছে ঘরে।
সৃষ্টিছাড়া পাষন্ড যত
আপন মাকে পর করে,
ডানা মেলা শিখলে পরে
মাকে বৃদ্ধাশ্রমে ভরে।
অভয়া নির্ভয়া মাতৃ স্বরূপা
যেই দেশে নির্যাতিতা,
সেই দেশে তুষ্ট হবেনা
সারদা বরদা অপরাজিতা।
শরৎ মেঘে বৃষ্টি ঝরে
পাপ তাপ মুছে জলে,
ভাসে শহর ভাসে গ্রাম
দুর্গা কোপ ধরাতলে।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস
মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ