
আমার দূর্গা
-পুষ্পিকা সমাদ্দার
∞∞∞∞∞∞∞
আমার দূর্গা পায়না খেতে
পেট ভরে দু-মুঠো অন্ন,
থালা হাত ঘুরে বেড়ায়
জীবন অহরহ বিপন্ন।
পথের ধারে এলোচুলে
ছুটে বেড়ায় জ্যান্ত দূর্গা,
রাতে পোহালেই চোখ খুলে
দেখতে পায় ওরা বর্গা।
পথে পথে জীবন যায়
নেই পরিধানে বস্ত্র,
আত্মরক্ষার তরে তারা
ধরে না কোনো অস্ত্র।
মেয়ে মানেই দূর্গা যদি
তবে কেন ওদের কষ্ট!
নিত্যদিন অতিবাহিত হয়
জীবন হচ্ছে ওদের বিনষ্ট।
এতো আরম্ভরে মাঝে তাদের
কেউ কি করে স্মরণ ,
অন্তরালের অনেক ব্যথা
নিয়ে হয় যে ওদের মরণ ।
মৃত্তিকার ঐ দূর্গার সনে
তাদের একটি ব্যবধান,
হৃদস্পন্দন চলছে প্রতিক্ষণে
মাটির পুতুলের নেইতো প্রাণ ।
∞∞∞∞∞∞∞
–: কবি পরিচিতি : —
আমি পুষ্পিকা উত্তরবঙ্গের, ডুর্য়াসে জন্মস্থান, পাহাড় জঙ্গল ও চা বাগান দেখে বড়ো হওয়া বিবাহ সূত্রে বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা,ছোটো থেকেই বাংলা সাহিত্যেকে ভালোবাসতাম তাই এই নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছি। এখন অবসরে কলম হাতে বসি লেখনীর মাধ্যমে নিজের মনের ভাব প্রাকাশ করতে চেষ্টা করি সঙ্গে সঙ্গীত চর্চা ও চালিয়ে যাচ্ছি এর সনে সামাজসেবার কিছু কাজের সঙ্গেও যুক্ত আছি