
বিদ্যার সাগর তুমি
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼∼
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভুবনে
সারা বিশ্ব সংসার এই নামে চেনে,
ভক্তিভরে তোমাকেই সম্মান মননে
অক্ষর জ্ঞান হয়েছে সব জনগনে।
বিধবা বিবাহ নারী শিক্ষা জাগরণে,
তোমারই অবদান শয়নে স্বপনে,
সম্মান করে নারীরা সদা মনেমনে,
চোখ থাকতে অন্ধই আপন নয়নে।
সমাজের সংস্কার তুমিই করেছ,
বিধবা বিবাহ প্রচলন করেই তিনি,
নিজ সন্তানে বিধবা বিবাহ দিয়েছ,
তোমার দৃষ্টান্ত দিয়ে প্রমাণ দেন জানি।
বিধবা বিবাহ আর বর্ণ পরিচয়,
নারী শিক্ষার বিস্তার করেছিল তুমি,
তোমার জ্ঞানের আলো আছে সর্বময়,
তব শুভ জন্মদিনে শ্রদ্ধায় প্রণমি।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর তিনেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।