কথার আঘাত

-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার

∞∞∞∞∞∞∞∞∞

কথার আঘাত ভীষণ আঘাত

ঔষধে না হয় উপশম,

হাজার দাওয়া হইলে খাওয়া

হয়না বাঁচার উপক্রম।

দেহের সকল করলে আঘাত

কলিজা করলেও জখম,

দমের ঘড়ির চলনবলন

বাঁচার মতনই সক্ষম।

মনের আঘাত ঘাত-প্রতিঘাত

হয়না কারোর প্রশমণ,

মনের মানুষ দিলেই আঘাত

লাগবে সবার প্রবঞ্চন।

আঘাত চিহ্নের চেয়েও কঠিন

রয়ে যায় দাগ আজীবন,

খোঁটায় খোঁটায় ক্ষতের চিহ্নের

বোঝা বহে যায় আমরণ।

জীবন জুড়েই কথার আঘাত

মিলায় সদা সমীকরণ,

মরণ অবধি ভালো কথা যদি

দেখায় মন সমবেদন।।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। গ্রামঃপোস্টঃ দক্ষিণ রায়পুর, থানাঃরায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর,বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*