ছট পূজা

-বিজয়া মিশ্র

≈≈≈≈≈≈≈≈≈

সূর্যদেবের আরাধনা ছট পুজোয়

সঙ্গে আরাধ্যা ‘ছোটি মাইয়া’,

লোকায়ত উৎসবের আবহ চলছে

পুরো পুজোতেই দেখি প্রকৃতির ছায়া।

এই লোকসংস্কৃতিতে জল ও সূর্য

নিত্য প্রয়োজনীয় উপকরণে,

নিষ্ঠা সহকারে হয় পূজা পাঠ

অনাড়ম্বর সাদামাটা আয়োজনে।

কৃষি কৃষ্টি সম্বৃদ্ধি ও মঙ্গল প্রার্থনায়

সূর্যদেবের উদ্দেশ্য অর্ঘ্য নিবেদিত হয় ,

জলে দাঁড়িয়ে সারিবদ্ধ প্রার্থনা চলে

থাকেনা কোন মূর্তি বা দেবালয়।

প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা

ছট্ পূজা আয়োজনের মূল উদ্দেশ্য,

উপাসনা করা হয় জীবনের কেন্দ্র

প্রকৃতিই হল সকল শক্তির উৎস।

মানুষের সাথে মানুষের সম্মিলন

ভেদাভেদ হীন একত্র সহাবস্থানে

যে যার মতো সামর্থ্যে সন্নিবিষ্ট

মিলিত হয় শক্তির আহ্বানে।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি

বিজয়া মিশ্র পাহাড়ীর জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। নিত্য দারিদ্র, আশেপাশের কিছু মানুষের প্রাত্যহিক বিরূপ মনোভাব,কোনঠাসা করার প্রয়াস মিথ্যে করে বড় হয়ে ওঠা। আশৈশব বিভিন্ন লড়াই চিন্তা চেতনাকে পুষ্ট করেছে। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই।বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান । বর্তমানে লাইফ কোচ এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর।সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*