বসন্তের খোঁজে
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞
নদীরা কি ভুল করে! হয় তো করে,
অথবা না।
বেশ কিছুটা হেঁটে
একদিন হেমন্তের দেখা পেলাম,
খিল খিল হাসি
বর্ষা শেষ হয়েছে সবে।
দীঘিরা ম্লান মুখে উন্মুখ চেয়ে
আগামী বর্ষার পথে,
নদীরা বান ডাকবে পথ ভেঙে অন্যের
ভাসবে ফসলি মাঠ,
লুটে নিবে তীর ভেঙে বসতি মানুষের।
হেমন্তের খিল খিল হাসি বর্ষা বিলুপ্ত হয়েছে তাই,
নচেৎ হেমন্ত থাকেনা।
আমি বসন্তের খোঁজে পথ হাঁটছি-
হেমন্তের কোল ঘেঁষে হাসছে পৌষের শিশির,
একমুঠো বসন্ত রস পেতে
এখনও অনেক বাকি।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম: ১৫ জুন ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী। ৫ পাঁচ ভাই ৩ বোন, কবি সপ্তম। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। ছোট থেকে লেখালেখিতে অভ্যস্ত,শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে, এক সময় যে পত্রিকা গুলোতে লিখতেন, দৈনিক সান সাইন,রাজশাহী। প্রিয়তমেষু ও মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন,ঢাকা। দৈনিক উত্তরা ও সংজ্ঞা, দিনাজপুর। আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদ ও সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও।
বর্তমানে অনলাইন পত্রিকা, কবিতার পাতা সহ আরো অন্যান্য বেশ কিছু অনলাইন পত্রিকাতে লিখছেন। একক কাব্যগ্রন্থ আলো ছায়া ২০২৫ ইং ঢাকা বইমেলাতে প্রকাশিত হয়েছে।
পারিবারিক জীবনে দুজন কন্যা সন্তানের জনক, স্থায়ী নিবাস জেলা সদর ঠাকুরগাঁও, সকলের জন্য শুভকামনা ও সকলের দোয়া প্রার্থী।

