ইচ্ছে করে
-মীনা কুণ্ডু
≈≈≈≈≈≈≈≈≈≈
ইচ্ছে করে সকলের আপনজন হতে
সুখের সন্ধানে জীবনটা হতো একমতে
সৃষ্টির রঙিন খেলায় সকলেই ভিন্ন মানুষ
আলাদা অনুভুতিতে উড়াতে চায় ফানুস।
আপনজনকে যতোই বাঁধি শক্ত ডোরে
আপন নাহি হয় সে কভু হৃদয় কেঁদে মরে
জীবনে চলার পথ দুঃখের নেশায় ঘুরে ফিরে
হায় গো কে যে আপন বোঝা যায় নীড়ে।
কাঁটার সজ্জায় সাজানো এ ধরণীর তল
বারবার আঘাতে ভাঙে কেবলই বুকের বল
হৃদয় অশ্রু গড়িয়ে পড়ে সদাই সকাল সাঁঝে
আপনজন তবুও আপন হয় না মাঝে মাঝে।
সকলের মাঝে প্রেম প্রীতি চিরদিন অটুট থাক
ঘৃণা হিংসা বিদ্বেষী মনোভাব সব দূরে যাক
ইচ্ছে করে সকলের মাঝে হয়ে থাকি আপনজন
সুখ দুঃখ ভাগাভাগি করে থাকি খেলাঘরে স্বজন।
সংসারে কে যে আপন কে পর বোঝা নাহি যায়
নিঠুর মনোভাবে গড়া মানুষজন করে হায় হায়
ভবের হাটের খেলাঘরে কারে যে আপন কই
কোথায় গেলে পাবো প্রকৃত বন্ধু আমার সই?।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। জেলা– হুগলি। বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে। তাই একটু লেখার চেষ্টা করি। আমি একজন গৃহ বধু।

