অশান্ত এ ঘোর কলি
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈≈
ধূসর পৃথিবীটা ধুলোময় এ সময়
মানবতাহীন অশান্ত এ ঘোর কলি ,
সত্য ধুঁকছে মিথ্যের গারদে
পাপ পদব্রজে পূণ্যেরে দেয় নরবলি ।
অগ্ৰজের নষ্টামিতে তছনছ সুশীল সমাজ
অনুজের ঘাড়ে অপরাধের অসহ্য বোঝা ,
অসাধুর মুখে ঈশ্বরের স্তুতি
মন্দের দৌরাত্ম্যে ভালো কিছু চেনা নয় সোজা ।
স্বার্থের ঔরসে হীনমন্যতা ভুমিষ্ট
হিংস্রতার অট্টহাসিতে উবে গেছে মনুষ্যত্ব ,
মুর্খামির স্ফূটনাঙ্কে বিবেচনা বাষ্পীভূত
গিরগিটির অদৃশ্য লেহনে বাতাস উত্তপ্ত ।
লালসার কুর্শিতে ছলনা বর্ধিষ্ণু
বিশ্বাস গিলে খায় অবাধ্য বর্বরতা ,
ভেকধারীর তত্বাবধানে ধূলিসাৎ শিক্ষা
মিথ্যাচারী যপে মালা ভুলে ঘৃণা-ভয়-লজ্জা ।
উদাত্ত কণ্ঠে বলার নেই কেউ
যদ্দুর দৃষ্টিগোচর সবখানে সেটিং আর রফা ,
সম্মুখে আজ যা ঝাঁ চকচকে মোতায়েন
তা সবটাই ভুয়া ক্ষনপ্রভা একতরফা ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল, পিতা স্বর্গীয় বিষ্ণু পদ মণ্ডল , মাতা মালতি মণ্ডল। জন্ম ১৯৮২ , গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ জেলা উঃ-২৪ পরগনা । পেশায় একজন সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

