বিদায়ের ক্ষণে
-প্রান্তিক ধর পার্থ
≈≈≈≈≈≈≈≈≈
নিত্য দিনের মতোই সেদিন বসে ছিলাম দুজন
বকুল গাছে কয়েকটি পাখিরা করেছিল কূজন,
নীল আকাশে মেঘেরা সেদিনও করেছে ছোটাছুটি
দক্ষিণা হাওয়ায় শুকনো পাতা ধূলায় লুটোপুটি।
সামান্য ভুলবোঝাবুঝি হয়েছিল সেদিন তোমার সাথে
সামান্য অভিমানে হাত রাখনি আমার হাতে,
মুখেও বললে না কোনো কথা নীরবে রইলে দাঁড়িয়ে
চোখের ইশারায় ডাকনি আমায় দু হাত দিয়ে বাড়িয়ে।
ভালোবাসা ছিন্ন করে মেঠোপথে হেঁটে নিলে বিদায়
ঐ আলতা রাঙা চরণের ছাপ ধূলোয় নাহি মিলায়,
পথের ধূলো হলো কাঁদা আমার নয়নের অশ্রু ঝরে
বিদায়ের ক্ষণে হৃদয় আকাশ কালো মেঘে ভরে।
তবুও তুমি পিছন ফিরে চেয়ে দেখলেনা একবার
বিদায় বেলায় পাওনি শুনতে আমার আর্তচিৎকার,
বিরহ যাতনায় দগ্ধ হয়ে চেয়ে থাকি ঐ পথপানে
ফিরে যদি আসো একবার মোর ভালোবাসার টানে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি
প্রান্তিক ধর পার্থ একজন বাংলাদেশি তরুণ লেখক ও কবি। তিনি ৫ জুন ২০০৪ সালে টাঙ্গাইল জেলাধীন মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হেমনগর গ্রামে। পিতা স্বপন ধর এবং মাতা শ্রীমতি পাপিয়া রাণী ধর। প্রান্তিক ধর পার্থ ২০২০ সালে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন তার পর তিনি সরিষাবাড়ি থেকে সম্মানের সহিত উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ডিগ্রী অধ্যায়ন করেন। তার সাহিত্য অফুরান অনুরাগ সেই ছেলেবেলা থেকেই তার প্রকাশিত বেশ কিছু যৌথ কাব্য গ্রন্থ রয়েছে “শব্দের ডাইরি “কাব্য, নারীত্বের বেদনা, আহত গোলাপ,শুভ্রতার ছোঁয়া, স্বর্ণাক্ষরে লেখা কাব্য, বসন্তের পাখি,কাঠগোলাপের প্রেম, কাশফুলের ছোঁয়া ইত্যাদি ।এছাড়া সাহিত্য চর্চার পাশাপাশি তিনি ডেমিয়েন ফাউন্ডেশনে কর্মরত থেকে যক্ষা ও কুষ্ঠ রোগীর নিত্য সেবা করে যাচ্ছেন। প্রকৃতি মানবতা- নান্দনিকবোধ প্রতিনিয়ত তাকে সৃজনশীল কর্মে অনুপ্রাণিত করে।

