ভালবাসার বিনিময়ে
-রোমান মিয়া
≈≈≈≈≈≈≈≈
ভালবাসার বিনিময়ে
আপন জন হোক
পর বা বন্ধু থাকুক,
ভালবাসার বিনিময়ে
অন্যজন তাই দেখে
হতে নয় দুশমন;
মোর প্রিয়া একজন
সে যদিও কোথায়?
এবারে ফিরে যায়,
রাখে কেউ তার স্মৃতি
কে ভেঙে দিবে এ কীর্তি?
যা তৈরি করেন কাঠমিস্ত্রি।
যারা সৃষ্টি নয়ায়
ওরে লাগে মায়ায়;
যে কোনো সাজানো!
যেই অভাব ছিল তখনো,
তুমি প্রেমিকা মেয়ে
ভালবাসার বিনিময়ে;
সারাক্ষণ তুমি কতক্ষণ
ভালবাসার বিনিময়ে,
ফুলকপি শীতের ছবি
ভালবাসার বিনিময়ে;
আমার মুখে দাড়ি, মোচ
আমিও মহা পুরুষ;
ভালবাসার বিনিময়ে –
গরমে, শীতে নারীর ছোঁয়ায়…
শ্রাবণে বৃষ্টিতে মানুষ ঘুমায়,
ভালবাসার বিনিময়ে
তুমি আছ অতীত রয়ে;
আমি চুপটি করে এসে
আমাকে দেখে তুমি দিলে হেসে,
ভালবাসার বিনিময়ে।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
কবি রোমান মিয়া বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় নেত্রকোণা জেলার বারহাট্টা থানা লাউফুল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : সারোয়ার জাহান ( চান মিয়া)। মাতা : আম্বিয়া বেগম। কবি রোমান মিয়ার প্রথম কাব্য গ্রন্থ : পাখির কণ্ঠ, বইটির কাজ চলমান, ইংশাল্লাহ অমর একুশে বইমেলা ২০২৬ সালে আসবে। তাঁর একমাত্র মেয়ে আনিশা তাহসিন আফরা। তিনি বারহাট্টা সি. কে. পি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া সমাপ্তি ঘটে। তিনি বর্তমানে তামিশনা গ্রুপ সোয়েটার কম্পানিতে চাকরিজীবী।

