আমি যুদ্ধ চাই না

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

∼∼∼∼∼∼∼∼∼∼

আমি যুদ্ধ চাই না,শান্তি চাই

যুদ্ধে লাখো মানুষের রক্তক্ষয়,

সর্বনাশা যুদ্ধে কোনো লাভ নেই

পুঁজিবাদী আরও বড় হয়।

মোড়ল রাষ্ট্র যুদ্ধ বাঁধায়, যেমন

খেলে যুদ্ধ যুদ্ধ খেলা,

তারা মনে করে যুদ্ধ তেমন ;

শিশুরা যেমন খেলে মালাঠোলা।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি ও লেখক পরিচিতিঃ-

নাম : মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া জন্ম তারিখ সাল ও স্থান : ৪ঠা এপ্রিল ১৯৬৮ ইং, বক্রি কান্দি,মধ্যনগর,দেবীদ্বার , কুমিল্লা। প্রকাশিত বইয়ের সংখ্যা : ১১টি যৌথ গ্রন্থ ৫টি তিনি ছাত্র জীবন থেকেই কবিতা, গল্প ও উপন্যাস লিখে আসছেন। তিনি বর্তমানে ‘প্রতিভা’ নামে একটি কবিতার কাগজ সম্পাদনা করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*